উপাধ্যক্ষ
গাজী নূরুল ঈমান সামছি
খুলনা পলিটেকনিক ইন্সটিটিউট ।
সাহিত্য সমাজের দর্পণ স্বরূপ । লেখনীর মধ্য দিয়ে একজন ব্যক্তি তার চিন্তা-চেতনা ও মনের না বলা কথা প্রকাশ করে থাকে । যা তার ব্যক্তি তথা সমাজ উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে ।
একটি জাতির প্রতিটি ব্যক্তির জন্য শিক্ষা গুরুত্বপূর্ণ। এটি একটি দেশের স্টোর পরিবর্তন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চ্যালেঞ্জগুলি মোকাবিলার জন্য প্রতিটি সংস্থা পর্যাপ্ত শিক্ষিত না হলে কোনও দেশই এতো বিপ্লব আনতে পারে না। শিক্ষা একজন মানুষকে নিজের এবং তার লক্ষ্যগুলি এবং সেই লক্ষ্যগুলি কীভাবে অর্জন করতে পারে সে সম্পর্কে উপলব্ধি করে। পেশাদারিত্বের সাথে যে শিক্ষাটি উদ্বেগিত হয় তাকে প্রযুক্তিগত শিক্ষা বলা হয়। এই শিক্ষাটি বাণিজ্য, কৃষি, ওষুধ ও প্রকৌশল ক্ষেত্রে কার্যত দক্ষতার সাথে কাজ করে ।
কর্ম মানুষকে গতিশীল ও জীবনমুখী করে তোলে । আত্মতৃপ্তি লাভের জন্য যেমন কর্মের অনুশীলন প্রয়োজন তেমনি মনের কথা বলা যায় লেখনীর মধ্য দিয়ে । বর্তমানে সবচেয়ে গ্রহণযোগ্য যুগোপযোগী শিক্ষা হলো কারিগরি শিক্ষা । যার প্রয়োজন অনুভব করে যুগের চাহিদা অনুযায়ী বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গঠনে ভিশন 2021 গ্রহণ করেছে । মধ্যম আয়ের দেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের বিশেষ ভূমিকা রয়েছে ।